Main Menu

আশুগঞ্জের চরচারতলায় দু’পক্ষের সংঘর্ষে ৫০জন আহত

+100%-


ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চরাতলায় দু’পক্ষের সংঘর্ষে  ৫০জন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যাক্ষদর্শী সূএে জানা যায়, আজ শনিবার সকাল ১০টার দিকে আশুগঞ্জ ফেরীঘাট এলাকায় স্থানীয় চরচারতলা গ্রামের আনু সরদারের বাড়ির আনু সরদারের ছেলে শাহআলম ও একই গ্রামের মনা বাড়ির নাছির মিয়ার ছেলে বিজয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতা হাতি হয়।। এর জের ধরে চরচরাতলা গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ চরচারতলা গ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের ৫০জন লোক আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানার ও অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।   এ রিপোর্ট লেখা পর্যন্ত  দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা(তদন্ত মহিউদ্দিন) জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।






Shares