Main Menu

আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

+100%-

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

শনিবার সকালে উপজেলার আড়াইসিধা বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমানের সমর্থকরা তালশহর গ্রামে গণসংযোগ শেষে আড়াইসিধা বাজারের বিরিয়ানি হাউজে খেতে বসেন।

এরপর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হানিফ মুন্সীর লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সংঘর্ষে আনিছুর রহমানের পক্ষের মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে ৪ জনকে জেলা সদর হাসপাতালে ও বাকিদের আশুগঞ্জের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে আওয়ামী লীগের দুই প্রার্থীর মোবাইলে ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।






Shares