Main Menu

আশুগঞ্জে মৎস্য পুকুর নিয়ে দু’গ্রুপের সংর্ঘষ

+100%-

আশুগঞ্জ ইউনিয়নের নাওঘাট মধ্যপাড়া গ্রামে মৎস্য পুকুরকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘষ চলছে বিগত ৮ বৎসর যাবৎ।

জানা গেছে, পুকুরের এক পক্ষ উক্ত পুকুর হতে মাটি উত্তোলন করে পুকুরের ভারসাম্য নষ্ট করছে, বাধা দেয়ায় এই সংর্ঘষ বাধে। এই সমস্যা নিরুপনে গ্রাম্য সালিশও বসে, কিন্তু কোন ফল মিলেনি। আবারো এই অপকর্ম করে যাচ্ছে।
অধিকাংশ জায়গার মালিক আইনের লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে।


Shares