Main Menu

আশুগঞ্জে ধান চাউল সংগ্রহ অভিযান শুরু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাউল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে আশুগঞ্জ খাদ্য গুদাম চত্বরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ ধান চাউল সংগ্রহ অভিযান শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবদুছ ছালাম, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি জিয়াউল করিম খান সাজু,সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ভূইয়া, আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রার্প্ত কর্মকর্তা শাকিল আহমেদ।
চলতি আমন মৌসূমে আশুগঞ্জ উপজেলায় ৪হাজার ৩শ ১১মেট্রিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সংগ্রহের প্রথম দিনে প্রায় ১শ মেটিকটন চাউল সংগ্রহ হয়েছে। চলতি মৌসূমে সরকার প্রতি কেজি চাউল ৩০ টাকা দর নির্ধারণ করেছে। চাউল সংগ্রহ চলবে আগামী ২০১৪ সালের ২৮ ফ্রেরুয়ারী পর্যন্ত।  
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ চাতাল মালিকদের উদ্দ্যেশ্যে বলেন,অতি মুনাফার লোভে যেন কেউ নিম্নমানের চাউল না দেয়। কোন চাতাল মালিক যদি নিম্নমানের চাউল দেয় এবং ধরা পড়ে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি হুশি
য়ূারী উচ্চারণ করেন।






Shares