Main Menu

গ্যাসের উৎপাদন বৃদ্ধি পেলেই আশুগঞ্জ সার কারখানা-২ স্থাপন করা হবে- ওমর ফারুক চৌধুরী

+100%-

প্রতিনিধি ঃ আশুগঞ্জ সার কারখানা-২ নির্মাণে সরকারের পরিকল্পনায় আছে। গ্যাসের কিছুটা স্বল্পতা আছে। গ্যাসের উৎপাদন যদি বৃদ্ধি হয় তাহলে অচিরেই আশুগঞ্জ সার কারখানা-২ স্থাপন করা হবে। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী দুটি রিগ কিনে দিয়েছেন বেশী বেশী গ্যাস এক্সপ্লোর (অনুসন্ধানে পরীক্ষা) করার জন্য, উৎপাদনের জন্য। আশা করি কিছু দিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। সরকারের শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী শুক্রবার বিকালে আশুগঞ্জ সারকারখানা পরিদর্শন ও সারকারখানার ভিআইপি অতিথি ভবনে কারখানা কর্তৃপক্ষ-সিবিএ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সার কারখানা পরিদর্শনের উদ্দেশ্যে  শুক্রবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী আশুগঞ্জ সারকারখানায় পৌছে। পরে সারকাখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কারখানার ভিআইপি অতিথি ভবনে কারখানা ব্যবস্থপনা কর্তৃপক্ষ ও সিবিএ‘র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও বিভিন্ন ইউনিটের প্রধানগণ প্রতিমন্ত্রীকে কারখানার সার্বিক অবস্থা সর্ম্পকে অবহিত করেন। এসময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সরকারের ভর্তুকি মুল্যে উৎপাদিত সারের ব্যবহার ও সার পাচারে সর্তক থাকার নিদের্শ দেন। সিবিএ‘র নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর নিকট তাদের কিছু দাবী দাওয়া ও সমস্যা পেশ করলে মন্ত্রী এগুলি সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন বিসিআইসি‘র পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) দীপক রঞ্জন দত্ত, পরিচালক (কারিগরি) মঞ্জুর আহমেদ তরফদার, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, কারখানা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সালাহ উদ্দিন, সিবিএ‘র সভাপতি মোঃ জিন্নাত আলী, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিনসহ কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। বিকাল সাড়ে ৫টায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে আশুগঞ্জ ত্যাগ করেন। 






Shares