Main Menu

গ্যাস সংকটে আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিটের উৎপাদন বন্ধ

+100%-

 

প্রতিনিধি : গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ও রেন্টালের দু’টি ইউনিটসহ মোট চারটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। একই কারণে বাকি ইউনিটগুলোতেও দেখা দিয়েছে উৎপাদন বির্পযয় ।

ফলে জাতীয় গ্রিডে প্রায় চারশ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের ছয়টি জেলায় ব্যাপক লোডশেডিং চলছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, রোববার ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত ৫৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বেসরকারি ইউনাইটেড পাওয়ার প্লান্ট, ৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এগ্রিকো পাওয়ার প্লান্ট, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট ও ৫৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিটের উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়।

দু’টি সরকারি ও দু’টি বেসরকারি ইউনিটসহ মোট চারটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রায় চারশ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। একই কারণে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩,৪ ও ৫ নম্বর ইউনিটের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।






Shares