Main Menu

আশুগঞ্জে ৩দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু

+100%-

প্রতিনিধি ॥ ‘দেশী ফলে বেশি পুষ্টি,অর্থ খাদ্যে পাই তুষ্টি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশুগঞ্জে ৩দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। আশুগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় শ্রম কল্যাণ কেন্দ্রের মাঠে মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আনিছুর রহমান মেলা উদ্বোধন করেন।
পরে শ্রম কল্যান কেন্দ্র মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা কমিশনার (ভূমি) আক্তা-উন-নেছা শিউলী, কৃষি অফিসার মোঃ তৌফিক আহম্মেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার জুয়েল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের, মৎস অফিসার মোঃ শহীদুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, অধ্যাপক আবু হানিফ প্রমুখ। মেলা চলবে আগামী ১১ জুলাই বৃহস্পতিবার।  এছাড়া আশুগঞ্জে প্রায় ১৭হাজার বনজ,ফলজ ও ঔষধী চারা বিনা মূল্যে বিতরণ করা হবে।






Shares