Main Menu

সড়ক দূর্ঘটনায় আশুগঞ্জে নিহত দুই

+100%-


সুমন আহমেদ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ও হেলপার নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্স চালক ঘুমিয়ে পড়ায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।  নিহতদের নাম জানা যায়নি। খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ হানিফ জানায়, পণ্যবাহী একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। এসময় রং সাইড দিয়ে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক ও হেলপারের মৃত্যু হয়।  দুর্ঘটনা কবলিত দু’টি গাড়িই হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তবে এসময় ট্রাকের চালক পালিয়ে যান। সার্জেন্ট মোহাম্মদ হানিফ আরও জানান, অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।


Shares