Main Menu

যান্ত্রিক ক্রটির কারণে তিনদিন বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

+100%-

asugonj fertilizer
যান্ত্রিক ক্রটির কারণে তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টা থেকে কারখানার ইউরিয়ার সার উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, গ্যাস সরবরাহ বন্ধের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর গত ৩০ নভেম্বর উৎপাদনে ফিরে আশুগঞ্জ সার কারখানা। তবে চালু হওয়ার ৫ দিন পর রোববার রাতে কারখানার রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনের ক্রটির কারনে উৎপাদন বন্ধ হয়ে পড়ে। পরে আজ ৯টা নাগাদ ত্রুটি সারানো হলে ফের উৎপাদনে আসে প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতার কারখানাটি।






Shares