Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার কর অঞ্চল-১৭ সার্কেলের শ্রেষ্ঠ মহিলা করদাতা হলেন মোমেনা আক্তার মোনা

+100%-

আশুগঞ্জ প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়ার কর অঞ্চল-১৭ সার্কেলের শ্রেষ্ঠ মহিলা করদাতা হলেন মোমেনা আক্তার মোনা। মোনা আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের হাজী পাড়ার রাশেদ মিয়ার স্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের কুমিল্লা কর অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কর অঞ্চল-১৭ সার্কেলের অধীনে মহিলা শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ উপজেলা শহরের কলা বাগানে কর অঞ্চল সার্কেল অফিসে মোমেনা আক্তার মোনার অনুপস্থিতে তার পক্ষে স্বামী রাশেদ মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কর সার্কেল-১৭ (আশুগঞ্জ) এর অতিরিক্ত সহকারী কমিশনার শরীফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নাসিরনগর, বিজয়নগর, নবীনগর, বাঞ্চারামপুর উপজেলা নিয়ে আশুগঞ্জ কর অঞ্চল-১৭সার্কেল গঠিত হয়েছে। আর এ ৫টি উপজেলায় ২০১৬-২০১৭ অর্থ বছরের মহিলা করদাতা হিসেবে শ্রেষ্ঠ কর দাতা হয়েছেন মোমেনা আক্তার মোনা। মোমেনা আক্তার মোনা আশুগঞ্জ উপজেলার ঠিকাদারী প্রতিষ্ঠান বাবা এন্ড মা এন্টারপ্রাইজ ও মেসার্স মোনা এন্টারপ্রাইজ সত্ত্বাধীকারী।

আগামী ৮ নভেম্বর বুধবার কুমিল্লায় হোটেল নুরজাহানে কুমিল্লা কর অঞ্চলের সবোর্চ্চ কর দাতাদের পুরস্কার প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে রেল মন্ত্রী মুজিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবোর্চ্চ কর দাতাদের সম্মানণা ও ক্রেষ্ট প্রদান করবেন বলে জানিয়েছেন কর অঞ্চলের কর্মকর্তারা।






Shares