Main Menu

বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধে সবাইকে সামাজিক ভাবে সচেতন হতে হবে: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধে সবাইকে সামাজিক ভাবে আগে সচেতন হতে হবে। এসময় তিনি আরও বলেন আশুগঞ্জ উপজেলায় সকলের সহযোগিতা পেলে এই উপজেলা থেকে চিরতরে বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধ করা সম্ভব। তিনি শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা শহরের হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে “বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধে” শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তবে তিনি এই কথা বলেন।
আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন পরিষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা রেহানা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন প্রমুখ।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ফিতা কেটে হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরী ও কম্পিউটার ল্যাব উদ্ধোধন করেন।






Shares