Main Menu

ইউএনও’র উদ্যোগ। আশুগঞ্জে অপসারণ হচ্ছে ময়লার বাগার॥

+100%-

নিজস্ব প্রতিবেদক॥  আশুগঞ্জ শহরে প্রবেশের জন্য প্রধান সড়ক শরিয়তনগর চত্বরে সড়কের পাশ্বেই ময়লার বাগারের স্তুুপে অপসারনের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা। সোমবার দুপুরে পরির্দশন শেষে তিনি অপসারনের সিদ্ধান্ত নেন। আগামী মঙ্গলবার দুপুরে এ আবর্জনার স্তুুপ অপসারন করা হবে বলে জানান। এবং অপসারনের পর কেউ এ স্থানে ময়লা ফেললে জেল জড়িমানা করার ঘোষনা দিয়েছেন।
দীর্ঘদিন যাবত স্টেশন থেকে সুড়ঙ্গটি দিয়ে যাতায়াতে, গোলচত্বর দিয়ে ফেরিঘাটে ও বাজারে যাতায়াতের প্রধান সড়ক এ চত্বর। আর এ চত্বরের পার্শ্বের স্থানীয় এলাকাবাসী বাসা বাড়ির নিত্যদিনের ময়লা আর্বজনা ফেলে আবর্জনার বাগারে বানিয়ে স্তুপে রূপান্তরীত করে। এতে সড়কটি দিয়ে প্রতিদিনই পথচারীরা চলাচল করতে চরম র্দূগন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে। এবং দূগন্ধে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। বিষয়টি অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরির্দশন করে অপসারণের উদ্যোগ নেন। আবর্জনার স্তুপটির অপসারণ করা হলে স্থানীয় এলাকাবাসী এ পথ দিয়ে নিবির্গ্নে চলাচল করতে পারবে। এসময় চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিন শিকদার, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ নাগরিক সমাজের সাধারন সম্পাদক ও এটিএন বাংলা জেলা প্রতিনিধি ইসহাক সুমন উপস্থিত ছিলেন।






Shares