Main Menu

আশুগঞ্জ থেকে অপহৃত শিশু উদ্ধারে সাহায্যকারী নারীকে পুরস্কার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে অপহরণ করা শিশু সাকিবকে উদ্ধারে পুলিশকে সাহায্য করায় এক নারীকে পুরস্কৃত করলেন ঝালকাঠি পুলিশ সুপার জোবায়েদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে মমতাজ বেগম নামের ওই নারীকে আমন্ত্রণ করে আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। মমতাজ বেগম জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকার ইসমাইল তালুকদারের স্ত্রী।

১৯ জুন ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহরণ করে সাড়ে ৫ বছরের শিশু সাকিবকে ঝালকাঠি নিয়ে আসে। সেখান থেকে মোটরসাইকেলে পাচার করার সময় ব্রাহ্মণবাড়িয়ার হাসান ওরফে হোসেনকে (২৫) রায়াপুর বটতলায় আটক করে এলাকাবাসী। ওই সংবাদ তৎখনাত ফোনে পুলিশকে জানান মমতাজ বেগম। পরে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে অপহরণকারী হাসান ওরফে হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্বের খবর

ঝালকাঠি থেকে উদ্ধার অপহৃত শিশুটিকে তার বাবার উপস্থিতিতে আশুগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর






Shares