Main Menu

আশুগঞ্জ গোলচত্ত্বরে ব্যানার-ফেস্টুন উচ্ছেদ॥ সুর্ন্দয্য বর্ধনে গাছের চারা রোপন করলেন ইউএনও॥

+100%-

নিজস্ব প্রতিবেদক॥  ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্ত্বরটি অনেক দিন ধরে অরক্ষিত হয়ে ব্যানার-ফেস্টুনে পরিপূর্ণ ছিল। দেখলে মনে হত না এটা গোলচত্ত্বর? ব্যানার পেস্টুন লাগানোর কারনে গাড়ী চালক এবং যাত্রীরা বুঝতে পারত না যে গোলচত্ত্বর। ফলে প্রায় সময় ঘটে যেত অনাকাংক্ষিত র্দুঘটনা। বিষটি নজর কাড়ে উপজেলা প্রশাসনের।

তাই ১৭ আগস্ট শুক্রবার সকালে আশুগঞ্জ গোলচত্ত্বরের সকল ব্যানার-পেষ্টুন উচ্ছেদ করে সুর্ন্দয্য বর্ধনে ঔষুধি গাছের চারা ও ফুলের চাড়া রোপন করেন আশুগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহিন শিকদার, যুবলীগ নেতা আতাউর রহমান কবীর, বিশিষ্ট ব্যবসায়ী মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, ছাত্রলীগ নেতা তানভীর আজাহার।






Shares