Main Menu

আশুগঞ্জে ৯৮০টন পণ্যে নিয়ে ভারতীয় জাহাজ

+100%-

asu-16-9-10

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে ভারতীয় পণ্য নিয়ে একটি জাহাজ পৌঁছেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ‘এমভি মাস্টার সুমন’ নামের জাহাজটি ৯৮০ টন পণ্য নিয়ে বন্দরে আসে।

asu-16-9-106বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার সকাল থেকে জাহাজের পণ্য খালাস করে ট্রাক ও কাভার্ডভ্যানে লোড করা হবে। এরপর এসব পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সড়কপথে ভারতের পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার’খ্যাত ত্রিপুরা, আসামসহ বিভিন্ন রাজ্যে পাঠানো হবে। ৯৮০ টনের মধ্য ৬৬০টন চাল ও ৩২০টন টিনশিট ও রড রয়েছে।  এটি বাংলাদেশ-ভারত আনুষ্ঠানিক ট্রানজিটের আওতায় হওয়ায় সব ধরনের শুল্ক আদায় করা হবে। এ ছাড়া অভ্যন্তরীণ জাহাজের জন্য নির্ধারিত সব ধরনের চার্জ ও ফি ট্রানজিট পণ্য থেকে আদায় করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এর আগে গত ২৪ আগস্ট ভারতীয় দুই হাজার ২৭২ টন চাল ট্রানজিটের আওতায় ত্রিপুরাসহ সাত রাজ্যে পরিবহন করা হয়।






Shares