Main Menu

আশুগঞ্জে শ্রমিকদের পূনর্বাসন ও ক্ষতি পূরণের দাবীতে সমাবেশ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরে মালমাল লোড-আনলোডে নিয়োজিত শ্রমিকদের পূনর্বাসন ও ক্ষতি পূরণের দাবীতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও ৩ ঘন্টা ব্যাপী কর্মবিরতী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ নৌ-বন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নৌ-বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ৩ ঘন্টা ব্যাপী বন্দরের সব ধরনের পন্যে লোড-আনলোড বন্ধ রাখা হয়।

পরে বন্দরে অনুষ্ঠিত সমাবেশে আশুগঞ্জ নৌ-বন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক রুমেল মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিকনেতা আলমগীর সরদার, মাজু সরদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিআইডবি¬উটিএ কর্তৃপক্ষ আশুগঞ্জ বন্দরকে সম্প্রসারণ করতে বন্দরের ক্ষতিগ্রস্থ ভূমির মালিক ও ব্যবসায়ীদের ক্ষতি পূরণ দিচ্ছে। কিন্তু সেখানে বন্দরের শ্রমিকদের কোন ক্ষতিপূরন দেওয়ার আশ্বাস দেওয়া হয়নি। তাই শ্রমিকদের পূর্ণবাসন ও ক্ষতিপূরন দেওয়ার দাবীতে এই সমাবেশ ও কর্মবিরতী পালন করে।






Shares