Main Menu

আশুগঞ্জে মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন

+100%-

Human Chain  Picপ্রতিনিধি:চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ গোল চত্ত্বরে ‘আশুগঞ্জ থানা’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন সদ্য পদোন্নতি পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ছায়দুর রহমান, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, আড়াইাসিধা ইউনিয়নে চেয়ারম্যান ডা. সেলিম মিয়া, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ। এছাড়া মানবন্ধনে থানা পুলিশের কর্মকর্তারা ও বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কয়েকশ নেতৃবৃন্দ অংশ নেন।

মানবন্ধনে বক্তারা বলেন, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, তারাই মিতু আক্তারকে হত্যাসহ সব ধরণের গুপ্ত হত্যার সঙ্গে জড়িত। এখনই এসব হত্যাকারীদের বিরুদ্ধে সবাই সোচ্চার না হলে তারা একসময় সবাইকে একইভাবে হত্যা করবে। তাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।






Shares