Main Menu

আশুগঞ্জে মাইটিভি সপ্তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

+100%-

প্রতিনিধি :: দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন মাইটিভি’র সপ্তম প্রতিষ্ঠা বাষির্কী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শনিবার বিকালে মাইটিভি আশুগঞ্জ উপজেলা দর্শক ফোরাম আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার। আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে স্বাগত বক্ত্যব রাখেন মাইটিভি আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিক। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন,আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি আল মামুন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি খন্দকার রায়হান,ফোকাস বাংলা আশুগঞ্জ প্রতিনিধি লোকমান হোসেন, এশিয়ান এইজ এর আশুগঞ্জ প্রতিনিধি গোলাম সারোয়ার,মোহনা টিভি আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদ,চ্যানেল এস টিভি আশুগঞ্জ প্রতিনিধি বাবুল শিকদার প্রমুখ।।
আলোচনা সভায় প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার বলেন মাইটিভি বিগত ৭বছর সময়ে দর্শকদের মন জয় করে এখন ৮বর্ষে পর্দাপন করেছে। এসময় তিনি আরও বলেন গ্রামগঞ্জে খবর মাইটিভি গুরত্বসহকারে প্রচার করার কারণে চ্যানেলটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। আলোচনা শেষে অতিথিরা মাইটিভির ৮ বর্ষে পর্দাপনে কেক কাটা শেষে একটি আনন্দ র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।






Shares