Main Menu

আশুগঞ্জে নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে নিহত চার, উদ্ধার ৩ জন, চলছে উদ্ধার কাজ (ভিডিও)

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুপুরে সোমবার দুপুরে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধসে চারজন নিহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ভবনের নিচে এখনো আটকা পড়েছে বেশ কয়েকজন। উদ্ধার হওয়া ৩ জনকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। হতাহত সবাই নির্মান শ্রমিক।
প্রত্যাক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে আশুগঞ্জ উপজেলার বাহাদুপুরে নির্মানাধীন সায়েরা ফিলিং স্টেশনের নির্মানের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করে ভবনের ছাদের বিভিন্ন অংশ দুমড় মুচড়ে শ্রমিকদের উপর পড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ভবনের বিভিন্ন অংশের ভিতর থেকে ৮ জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আটকে পড়াদের উদ্ধার করতে ক্রেনসহ ভারী যান আনা হয়েছে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির জানান, দূর্ঘটনার পর থেকে আমাদের উদ্ধার কাজ চলছে। তবে কতজন লোক ভবনের নিচে আটকা আছে তা এখনো জানা যায়নি।






Shares