Main Menu

আশুগঞ্জে তিন হাজার অসহায় ও কর্মহীনকে খাদ্য সহায়তা দিল আ.লীগ

+100%-

তিন হাজার কর্মহীন, দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের লোকজনকে খাদ্য সহায়তা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার রওশান আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার।

আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোবারক আলী চৌধূরী, আবু রেজভী আহমেদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী, তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন শিকদার, এএফসিসিএল সিবিএর সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, ছাত্রলীগের সভাপতি রিফাত শিকদার প্রমূখ।

পরে রওশান আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে চেয়ারম্যানের কাছে এই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। পরে চেয়ারম্যানরা এই খাদ্য সহায়তা উপজেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে বিভিন্ন অসহায়, নি¤œ আয়ের লোকজন ও কর্মহীনদের কাছে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন।

আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ জানান, উপজেলার সকল ইউনিয়নে দলমত নির্বিশেষে সকল অসহায়, নি¤œ আয়ের লোকজন ও কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আরো খাদ্য সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি আশুগঞ্জ উপজেলার জন্য অসহায়, নি¤œ আয়ের লোকজন ও কর্মহীনদের সহযোগীতার জন্য তিনটি হটলাইন চালু করা হয়েছে। যারা লোকলজ্জার ভয়ে সাহায্য নিতে আসতে পারেন না তারা কল করলেই তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দেবে আমাদের লোকজন।






Shares