Main Menu

আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগে বর্ধিত সভা ও প্রধানমন্ত্রী জন্মদিন পালিত॥

+100%-

নিজস্ব প্রতিবেদক॥ সরকারের উন্নয়নের খবর তৃণমূলে পৌছে দিতে ও উন্নয়নে ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকার প্রতীকে প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে তৃনমূল নেতা-কর্মীদের নিয়ে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আশুগঞ্জ জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ’র পরিচালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেবজুল বারি, আলহাজ্ব জিয়াউল করিম খাঁন সাজু, মোবারক আলী চৌধুরী, হাজী সাঈদুর রহমান, গিয়াস উদ্দিন বাদল, সুহাশ দাস, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদেক মিয়া, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ রাসেল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, বন্দর আওয়ামী লীগের সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান রিপন, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সরকার, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস হাসান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফ হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা বেগম, সাধারণ সম্পাদক জৌসনা চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক শাহিন আলম বকশি, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহিন শিকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু মোছা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহম্মেদ রনি। বর্ধিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এস এম তোফায়েল আলী রুবেল।

সভায বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে নৌকার প্রতীকের প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবি জানান এবং সেই সাথে নিবাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
বর্ধিত সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও কেক কাটা হয়।






Shares