Main Menu

আশুগঞ্জের নাওঘাট গ্রামে ঢাকাস্থ নাওঘাট কল্যাণ সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

+100%-

আশুগঞ্জের নাওঘাট গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকাস্থ নাওঘাট কল্যাণ সমিতি। গতকাল শুক্রবার সকালে নাওঘাট মান্নান শাহ মাজার প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে গ্রামের ২শত ৫০টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নাওঘাট কল্যাণ সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকাস্থ নাওঘাট কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আহসানউল্লাহ ফরিদ, সহ- সভাপতি শফিকুর রহমান, শরীফ আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক একেএম মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবু, অর্থ সম্পাদক মোঃ নূরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান, প্রচার সম্পাদক বেলাল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম সেলিম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হক ভূঁইয়া সজিব, কার্যনির্বাহী সদস্য আসাদ উল্লাহ, মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, সাইফুল ইসলাম উজ্জ্বল, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ সানাউল্লাহ মেম্বার, সুরুজ মেম্বার, মোহাম্মদ আলী কাঞ্চন, সিরাজ মিয়া, মোঃ নূরু মিয়া, আবু সাঈদ মিয়া, নাজির মিয়া, আবুল কালাম, আব্দুল আওয়াল সফিকুল ইসলাম, সহ গন্যমান্য ব্যক্তিরা।

মোঃ আমির হামজা সোহাগের উপস্থাপনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে মোঃ বিল্লাল ভূঁইয়া, গফুর মিয়া, আসাদুজ্জামান ভূঁইয়া মাসুদ, হাবিবুর রহমান, মুরাদ ভূঁইয়া, সোহাগ ভূঁইয়া, রিমন ভূঁইয়া, আতিকুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ, ১৯৯৬ সালে ঢাকাস্থ নাওঘাট কল্যাণ সমিতি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা মাধ্যেমে গ্রামের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।






Shares