Main Menu

আগামী এপ্রিলে ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে দ্বিতীয় ভৈরব রেলসেতু …রেলমন্ত্রী মুজিবুল হক

+100%-

brahmanbari-rail-minister

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর উপর নিমির্তব্য দ্বিতীয় রেল সেতু আগামী এপ্রিল মাসে ট্রেন চলাচলের জন্য খুলে দেয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ মঙ্গলবার সকালে সেতু এলাকা পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি আরো বলেন, এ সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে চলাচলকারী যাত্রীরা আরাম ও স্বচ্ছন্দ বোধ করবে এবং এ পথে ট্রেন চলাচলে সময় অন্তত দেড়ঘন্টা সময় কমে আসবে। ফলে রেলপথে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন রেল মন্ত্রনালয়ের সচিব মো.ফিরোজ সালাউদ্দিন, রেল মন্ত্রনালয়ের  মহা পরিচালক মো.আমজাদ হোসেন, আশুগঞ্জ মেঘনা নদীর দ্বিতীয় রেল সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো.আব্দুল হাই, আশুগঞ্জ মেঘনা নদীর দ্বিতীয় রেল সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান ইরকন-এফকন জেভির প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী অমিয়াংশ দাস।






Shares