Main Menu

প্রতিযোগীতাময় বিশ্বে অগ্রগতিতে শিক্ষার বিকল্প নাই —– জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানরেজওয়ানুর রহমান

+100%-

স্টাফ রিপোর্টার :বর্তমান প্রতিযোগীতাময় বিশ্বে অগ্রগতিতে শিক্ষার কোন বিকল্প নাই। তাই দেশের সার্বিক অগ্রগতি করতে হলে সুশিক্ষায় নিজেকে গড়ে তুলতে হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

শনিবার(১৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ এর রাজস্ব তহবিল এর অর্থায়নে উপজেলা পরিষদের আধুনিকায়তনকৃত মিলনায়তন শুভ উদ্বোধন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০০ মেধাবীইশক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় জেলা প্রশাসক আরো বলেন, মেধা বৃত্তি প্রদান ভাল ফলাফলের জন্য ছাত্র ছাত্রীদের অনুপ্রাণীত করে। তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেশের উন্নতি করতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। সকল শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। তাদেরকে সুশিক্ষায় মানুষ করে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্য করে ডিসি আরো বলেন, শুধুমাত্র চাকরী করলেই হবে না। জনবান্ধব কর্মকর্তা হয়ে সুশাসন নিশ্চিত করতে হবে। দেশের কল্যানে নিজেকে উৎসর্গ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু আসিফ আহমেদ, ভাইস চেয়ারম্যান হাজী মো. আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আছির উদ্দিন, তালশহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মোবারক আলী চৌধূরী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুজিবর রহমান, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ও তিন্নি আনোয়ার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা এককালিন ৪ হাজার টাকা করে ১’শ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন।






Shares