Main Menu

ইউপি নির্বাচন :: আশুগঞ্জ সদর ইউপিতে ভোটগ্রহণ শুরু

+100%-

B.baria-vot-news20160604024552ডেস্ক ২৪:: ষষ্ঠ ও শেষ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শরিবার সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

সকাল সোয়া ৮টায় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ২০ জন পুলিশ সদস্য, ১৬ জন আনসার সদস্য এবং প্রতি দুইটি কেন্দ্রে একটি করে বিজিবি দল ও প্রতি তিনটি কেন্দ্রের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮৮৬ জন।






Shares