Main Menu

মহান মে দিবস

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ এর শ্রমিক কর্মচারী লীগের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

আশুগঞ্জ প্রতিনিধি॥ ‘‘অধিকার আদায় আমাদের লক্ষ্য, সুশৃঙ্খল ট্রেড ইউনিয়ন আমাদের আর্দশ’’ এই শ্লোগান’কে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী লীগ রেজি,নং-চট্ট-২৪৯২-এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১ মে বুধবার সকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড-এর আবাসকি এলাকা থেকে র‌্যালী বের হয়ে আশুগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী লীগ রেজি,নং-চট্ট-২৪৯২-এর কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী লীগ রেজি,নং-চট্ট-২৪৯২-এর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী লীগ রেজি,নং-চট্ট-২৪৯২-এর সভাপতি দৌলত জামান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী লীগ রেজি,নং-চট্ট-২৪৯২-এর সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র দাস, আইন সম্পাদক মো.ফারুক মিয়া ও শিক্ষা ও গবেষনা সম্পাদক মো.আশরাফুল আলম. খন্দকার মনির হোসেন ও বাদশা ইব্রাহিম প্রমুখ।


Shares