Main Menu

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে মেরামত কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে আজাদ (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজাদ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে সিনিয়র ক্যাবল জয়েন্টার হিসেবে কর্মরত ছিলেন।

বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা জানান, বিকেলে বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমারে মেরামত কাজের জন্য উপকেন্দ্রে যান আজাদ। এ সময় বিদ্যুৎ উপকেন্দ্রের এলিভিন ক্যাবল লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা ছিল। কিন্তু হঠাৎ মেরামত কাজের সময় ক্যাবলে বিদ্যুৎ চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় আজাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একে এম সাজ্জাদুর রহমান জানান, বিকেলে বিদ্যুৎ উপকেন্দ্রে মেরামত কাজ করা সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাদের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে






Shares