Main Menu

সভাপতি আইয়ুব, সাধারণ সম্পাদক হুমায়ুন

আশুগঞ্জ চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

+100%-


প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে চরচারতলা ইউনিয়নের আহবায়ক মো. আইয়ুব খানকে সভাপতি ও যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।

গতকাল শনিবার বিকালে উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ মঈনুদ্দিন মঈন।

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক মো. আবু নাছের আহমেদ, সদস্য হেবজুল বারী, হাজী মোবারক আলী চৌধূরী, হাজী সায়েদুর রহমান, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউল করিম খান সাজু, তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. ইদ্রিস হাসান, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, আশুগঞ্জ সদর ইউনয়িনের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী, উপজেলা যুবলীগ এর আহবায়ক ও চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক শাহিন আলম বকশী, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মো. মোর্শেদ মাষ্টার, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগ এর ষবাপতি মো. হারুনূর রশিদ, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আবু আব্দুল্লাহ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মো. সাদেক মিয়া, বন্দর আয়ামীলীগ এর সভাপতি মো. বাবুল মিয়া, জেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য স্বপ্না বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল, সাধারন সম্পাদক জোৎস্না চৌধূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক মো. শাহিন শিকদার, উপজেলা কৃষক লীগ এর সভাপতি মো. নজরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মারুফ আহমেদ রনি, উপজেলা শ্রমিকলীগ এর সভাপতি মো. আবু মূসা, উপজেলা যুব মহিলালীগ এর সভাপতি নীলা সিকাদার সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে চরচারতলা ইউনিয়নের আহবায়ক মো. আইয়ুব খানকে সভাপতি ও যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।






Shares