Main Menu

আশুগঞ্জে ৩ সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

+100%-

আশুগঞ্জ প্রতিনিধি॥  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলায় কয়েক হাজার গরীব, দুস্ত ও অসহায় রোগীদেরকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে। শনিবার সকালে চরচারতলা আলাল শাহ্ মাজার মাঠে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফাইজুর রহমানের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, আশুগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী , সিলিভ সার্জন ডাঃ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহা, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব খান, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী তারেক আল রহমান অপু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের প্রভাষক মানিক মিয়া।
সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রায় তিন হাজার রোগীকে ৫০জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।






Shares