আশুগঞ্জে ৩ যুবক তিন মাস ধরে নিখোঁজ




নিখোঁজ যুবকরা হলেন, শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার আবু নাসেরের ছেলে ফজলে রাব্বি (২৪), লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জুলমত আলীর ছেলে মো. মহিউদ্দিন (২৪), আশুগঞ্জ সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আগর বাঁশির ছেলে রতন চন্দ্র সরকার (৩৫)।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। জিডির প্রেক্ষিতে আমরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি। এছাড়া সব জায়গায় নিখোঁজদের ব্যাপারে ম্যাসেজ পাঠানো হয়েছে। কি কারণে ওই তিনজন নিখোঁজ হয়েছেন সেটিও আমরা তদন্ত করছি।
« ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে সবজি খামার (পূর্বের সংবাদ)