Main Menu

আশুগঞ্জে ভেজাল বিরোধী অভিযান॥ জরিমানা॥

+100%-

নিজস্ব প্রতিবেদক॥ দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ভেজাল রোধে ব্রাহ্মণবড়িয়ার আশুগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে উপজেলার চকবাজার, পশ্চিমবাজার, ফায়াস সার্ভিস রোড, পূর্ব বাজার, দুধ বাজার এলাকায় বিভিন্ন খাবারের দোকান, কাচা বাজার, মাংসের দোকানে অভিযান চালিয়ে জড়িমানা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট নাজিমুল হায়দার। এ সময় ওজনে কমে দেয়া, নোংরা পরিবেশে খাবার পরিবেশন, বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে বিভন্ন প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা ও গরুর দুধে অতিরিক্ত পরিমানে পানি দেয়ায় দুধ জব্দ করেছে আদালত। এ সময় পানি মিশ্রিত দুধের মালিক পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট নাজিমুল হায়দার জানান, ভেজাল রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।






Shares