Main Menu

আশুগঞ্জে পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধন ॥ সর্বশান্ত চাষী

+100%-

ইসহাক সুমন :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার সোহাগপুর বাসস্টেন্ড এলাকার পাশের একটি পুকুরে বিষক্রিয়ায় মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। সোহাগপুর এলাকার মো. মোকলেছুর রহমান এই পুকুরটি ইজারা নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন।

পুকুরটির ইজারাদার মো. মোকলেছুর রহমান এর মেয়ের জামাই সেলিম মিয়া জানান, ৯০ শতাংশ যায়গায় পুকুরটি ৪ বছর আগে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। কয়েকমাস আগে পুকুরটিতে পাচ লক্ষাধীক টাকার রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল, সিলভার, শিং সহ দেশীয় নানান জাতের মাছ ছাড়া হয়েছে। বুধবার সকাল থেকে দু একটি করে মাছ মরে ভেসে উঠতে থাকে। বৃহস্পতিবার দুপুরেই পুকুরের চারপাশ খুঁজে বিষের একটি বোতল পাওয়া যায়। বিষয়টি তখনও আমরা গুরুত্ব দেই নাই। পরে শুক্রবার সকালে দেখা যায় পুকুরের সবগুলি মাছ মরে ভেসে উঠেছে। আমার মনে হয় মঙ্গলবার রাতেই যে কোন কেউ এই পুকুরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেছে। মাছগুলো মরে প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার জানান, মাছ নিধনের বিষয়ে এখনো কোন অভিযোগ থানায় আসে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Shares