Main Menu

আশুগঞ্জে এনটিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

+100%-

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজন আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বেসরকারী টেলিভিশন এনটিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার বিকালে আশুগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এনটিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়ছার। বিকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে আবারো প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মোবারক আলী চৌধূরী, ফিরোজ মিয়া কলেজের অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসেন, মো. রাশেদ মোশাররফ, হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হুমায়ুন কবির, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আজাদ, আশুগঞ্জ প্রেসক্লাবের আজিবন সদস্য মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গির খন্দকার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সাদেকুল ইসলাম সাচ্চু, সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন প্রমূখ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা প্রেসক্লাবের হলরুমে এনটিভির ১৫ তম প্রতিষ্ঠাবাষিকীর কেক কাটেন।






Shares