আশুগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা বিস্ফোরণ।দু’টি অবিস্ফোরিত বোমা উদ্ধার




তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদির জানান, গত ১২ জুন তারুয়া বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে একই গ্রামের সামিউল্লা পাড়ার বাসিন্দা ও তারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়ার লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত রোববার ভোরে তারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়ার নেতৃত্বে সাদ্দাম হোসেন, কামাল হোসেন, জামাল মিয়া আমার বাড়িতে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।
« সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগর ও আখাউড়া উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ »