Main Menu

তিন বছর পর দেশের উৎপাদিত খাদ্য বিদেশে রপ্তানী করা যাবে- মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক

+100%-

নাসিরনগরে আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০১৪
রাফি উদ্দিন সভাপতি ও মনির সম্পাদক

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার বিকাল পাঁচ ঘটিকায় সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এমদাদুল বারি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাক্তার রাফি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.টি.এম মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ মোঃ গোলামনূর, সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনূল ইসলাম বেলায়েত সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভার শেষে সাত সদস্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটির ডাক্তার রাফি উদ্দিনকে সভাপতি ও এ.টি.এম মনিরুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক করে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক বলেন শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এ সরকার আমলে বহু বেকার লোককে চাকুরী দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে। দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। আগামী তিন বছর পর দেশের উৎপাদিত খাদ্য বিদেশে রপ্তানী করা যাবে। তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন আন্দোলন সংগ্রাম করে দেশের নাশকতা সৃষ্টি করে দেশের মানুষকে হয়রানি করে কোন লাভ নেই। আপনাদের জন্য এ দেশে ঈদের আনন্দ আর কোন আসবে না।






Shares