Main Menu

সম্মেলন সফল করতে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত

+100%-

মোঃ আবদুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে ২২শে নভেম্বর,রোজ শনিবার বেলা ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগের মতবিনিময়,আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, ০৬ই ডিসেম্বর আওয়ামীলীগের উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র এ আলোচনা সভা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক এ,টি,এম মনিরুজ্জামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,  আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক নাসিরনগর সদর ইউ/পি চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ, যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত, ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন রানা, সাবেক ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী ও বশির আল হেলাল সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সবাই মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।


Shares