Main Menu

জনি, মা-বাবার কাছে ফিরে যেতে চায়

+100%-


নাসিরনগর থানায় থাকা এইশিশুটি তার মা বাবাকে খোঁজছে। শিশুটি তার মা বাবার কাছে ফিরে যেতে চায়। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় বাজারে এই শিশুটিকে ভবঘুরে অবস্থায় পাওয়া গেছে। পরে স্থানীয় চৌকিদ্রা নীলমোহন সরকার শিশুটিকে নাসিরনগর থানায় সোপর্দ করে। মঙ্গলবার সকালে থানায় বসে কথা হয় শিশুটির সাথে। সে জানায় তার নাম মোঃ জনি, তার পিতার নাম মোঃ বিল্লাল এবং গ্রামের নাম মাদারপুর এর বেশি কিছু বলতে পারেনি। শিশুটির উচ্চতা প্রায় ৩ ফুট। গায়ের রং কালো। মুখমন্ডল গোলাকার, পরনে কালো চেক হাফশার্ট ও হাফ প্যান্ট। শিশুটি তার আঞ্চলিক ভাষায় কথা বলে। থানা কর্তৃপক্ষ জানায় শিশুটিকে  সেভহোমে  পাঠানোর ব্যবস্থা করেছে। শিশুটির অভিভাবককে নাসিরনগর থানায়, এস আই মোঃ আকরাম হোসেন ও সাংবাদিক মোঃ আব্দুল হান্নানের সাথে ০১৭১৭৩৫০৮৭৬ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হল।


Shares