Main Menu

নাসির নগর ফান্দাউক ইউনিয়নপরিবার কল্যাণ পরিদর্শিকার বিরোদ্ধে অবশেষে আদালতে মামলা ।

+100%-

নিজস্ব প্রতিনিধি,নাসির নগর,ব্রাক্ষণবাড়িয়াঃ অবৈধ এম আর করার দায়ে ব্রাক্ষণবাড়িয়াজেলার নাসির নগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রণতি বালা দাসের নামে অবশেষে ব্রাক্ষণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রুজু করেছে এক নারী।
২০ জুলাই নাসির নগর উপজেলার পুর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামের  লুৎফা বেগম বাদী হয়ে এ মামলা রুজু করে  ।জানা গেছে লুৎফার প্রেমিক একই ইউনিয়নের চান্দেপাড়া গ্রামের মোঃ আরজু মিয়ার ছেলে মোঃ মোরাদ মিয়ার নিকট থেকে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রণতিবালা দাস গোপনে ৩০ হাজার টাকা নিয়ে লুৎফাকে ১০ জুলাই চেতনা নাশক ওষধ খাইয়ে অচেতন করে লুৎফার গর্ভে থাকা সন্তান নষ্ট করে প্রণতি । পরে নিরুপায় হয়ে লুৎফা মোরাদ, তার পিতা মোঃ আরজু মিয়া, মা সাহের বানু ও প্রণতি বালা সহ ৪ জনকে আসামী করে এ মামলা করা হয়েছে । জানা গেছে ২৩ ফেব্রুয়ারী প্রণতি বালা দাস অবৈধ ভাবে এম আর করে ৮ মাসের এক শিশুর লাশ ফান্দাউক স্মশানের পাশে ফেলে রেখে দেয়।এ নিয়ে ফান্দাউকে ব্যপক হৈ চৈ শুরু হয় ।এ ঘটনা ফান্দাউক ও তার আশপাশের ৫৮ জন লোক মিলে প্রণতির নামে মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা,বিভাগীয় পরিচালক চট্রগ্রাম,উপপরিচারক ব্রাক্ষনবাড়িয়া,মেডিকেল অফিসার নাসির নগর,পুলিশ সুপার ব্রাক্ষণবাড়িয়া বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।পরে উপ পরিচালক অরবিন্দ দত্ত ও মেডিকেল অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ঘটনা টি পৃথক পৃথক ভাবে তদন্তক্রমে সত্যতা প্রমানিত হলে উর্ধতন কতৃপক্ষের নিকট লিখিত প্রতিবেদন দাখিল করেন ।এ নিয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় ফলাও করে লেখা ও প্রকাশিত হয় ।এত ঘটনার পর ও পরিবার পরিদর্শিকা প্রণতি বালা দাস সেখানে বহাল থেকে প্রতিনিয়ত এহেন অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।






Shares