Main Menu

নাসিরনগরে নকল, মেয়াদউর্ত্তীণ পন্য বিক্রি, গ্রেফতার ২

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করে ফুলপুর সড়ক বাজারে বিভিন্ন নকল কোম্পানীর ও মেয়াদউর্ত্তীণ পন্য বিক্রির দায়ে দুই জনকে গ্রেফতার ও প্রায় ১ লক্ষ টাকার মালামাল ধ্বংস করে।

গ্রেফতাকৃতরা হল সেলসম্যান মোঃ আবুল খায়ের (৩৮), পিতা- আবু তাহের,লালমনিরহাট সদর, ড্রাইভার মোঃ সোহাগ মিয়া(৩৫), পিতা-আলা উদ্দিন , গ্রাম-শিকারপুর, থানা-ভবানীপুর,জেলা-বরিশাল।  তারা দুইজনে মিলে শরিফ ফুট এন্ড বেভারেজ শিবপুর নরসিংদী নামীয়

কোম্পানীর মেয়াদউত্তীর্ণ ফ্রুট, জুস, বিভিন্ন কোম্পানীর যৌন উত্তেজক নকল সিরাপ, মাশরুম,জিংসিং, হ্রসপিলিং,নকল গ্লুকোজ ও কসমস বিস্কুট, মোমবাতি সহ বিভিন্ন নকল পন্য বিক্রির সময় হাতে নাতে ধরা পরে।  ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট চৌধুরী মোয়াজ্জম আহমদ গ্রেফতারকৃতদের ৬ মাসের জেল দিয়ে থানায় সোপর্দ করে এবং  প্রায় ১ লক্ষ টাকার মালামাল ধ্বংস করে।

অপরদিকে নকল পন্য বিক্রিয় দায়ে এক দোকান মালিককে ১ হাজার টাকা ও মটর সাইকেল মালিককে ৫শত টাকা জরিমানা করা হয়েছে।  তাছাড়া নুরপুর সড়ক বাজারে কাঞ্চন টেলিকমে মোবাইল কোট পরিচালনা করে অশ্লীল ও পর্ণো ছবি রাখার দায়ে ১টি সিডি জব্দ করা হয়েছে।  গ্রেফতারকৃত রা জানান তারা দীর্ঘদিন যাবৎ ভৈরব হোল সেলের দোকান থেকে এসমস্ত মালামাল ক্রয় করে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করে।






Shares