নাসিরনগরে ১১ দিন পর যুবকের লাশ উদ্ধার



নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের লাউস মিয়া নামে এক যুবক নিখোঁজ হওয়ার ১১ দিন পর বৃহস্পতিবার দুপুরে মাটির নিচ থেকেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের মৃত করিম হোসেনেরছেলে লাউস মিয়া (৪৫) গত ১১ মে রাতে দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে পূর্বভাগ গ্রামের মধ্যবর্তী এলাকার একটি ধানী জমির মাটির নিচে লাউস মিয়ার গলা কাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে এখনো কোন মামলা দায়ের হয়নি।
« যৌতুক না দেওয়ায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গৃহবধূ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে নকল, মেয়াদউর্ত্তীণ পন্য বিক্রি, গ্রেফতার ২ »