Main Menu

নাসিরনগর সিংহগ্রাম বিজয়লক্ষ্মী হাইস্কুলে পাসের হার শতভাগ

+100%-

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ২০১৪সালের এস এস সি পরীক্ষায় বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম বিজয়লক্ষ্মী হাইস্কুল শতকভাগ পাস করেছে। চলতি এস এস সি পরীক্ষায় ৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও একজন অনুপস্থিত থাকায় ৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৬ জনই পাস করেছে। যা বোর্ডের হিসাব অনুযায়ী পাসের হার ৯৭.৮৭%। একজন অনুপস্থিত না থাকলে শতভাগ পাসের হার দাড়াত। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে জিপিএ-৫ একজন, ষোল জন জিপি এ-৪,অ- পেয়েছে চৌদ্দ জন। বি পেয়েছে  সাতজন এবং অন্যান্য গ্রেডে পাস করেছে আটজন। চলতি এস এস সি পরীক্ষায় অত্র উপজেলার ১৫টি হাইস্কুল ও ৬টি মাদ্রাসা থেকে  মোট১৬৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে১৪২৯  পাস করেছে। উপজেলায় মোট পাসের হার দাড়িয়েছে ৮৪।জিপিএ  পেয়েছে ৫৪ জন ।নাসির নগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপি এ ৫ পেয়েছে ১৪ জন ।শিক্ষাবোর্ডের ফলাফলে নাসিরনগর পাইলট উচ্চ বিদ্যালয় শ্রেষ্ট স্থান অর্জন করেছে কিন্তু পাশের হারে সিংহ গ্রাম বিজয় লক্ষী হাই স্কুল প্রথম স্থান অর্জন করেছে ।


Shares