Main Menu

ভলাকুট ইউপি চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ জুয়েলের নেতৃত্বে কুখ্যাত ডাকাত জিল্লু গ্রেফতার

+100%-

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ধনু মিয়া হত্যা মামলার অন্যতম খুনি আসামী আন্ত জেলা ডাকাতচক্রের সদস্য জিল্লু মিয়া(৪০)কে থানায় সোফর্দ করায় জনমনে স্বর্স্তি ফিরে এসেছে। সোমবার গোপন সংবাদের প্রেক্ষিতে ভলাকুট ইউপি চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ জুয়েলের নেতৃত্বে গ্রামের সাধারণ মানুষ ও চৌকিদার মিলে তার নিজ বাড়ি ভলাকুট থেকে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশের এস আই আক্রাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আক্রাম জানান তাকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেড়িয়ে আসছে। তবে তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব নয়। নাসিরনগর থানার অফিসার ইনসার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জানান জিল্লু ডাকাত এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী,খুনি,দাগী আসামী। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। সে একজন আন্ত জেলা ডাকাত চক্রের সদস্য পুলিশ তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে খোজছে। ভলাকুট ইউপি চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল জানান জিল্লু তার মরহুম পিতা ধনু মিয়া চেয়ারম্যানের হত্যাকারী,খুনি,সন্ত্রাসী,আন্তজেলা ডাকাত দলের সদস্য। সে জামিনে মুক্তি পেলে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যাবে।


Shares