Main Menu

নাসির নগরে জে এস সি ও পি এস সির ফলাফলে উৎফুল্ল ছাত্রছাত্রী ও অভিবাবক মহল ।

+100%-

ফলে উৎফুল্ল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সকল পরীক্ষার্থী ছাত্র/ছাত্রী শিক্ষক/শিক্ষিকাও অভিভাবক মহল । এবারের জেএসসি পরীক্ষায় অত্র উপজেলা থেকে ২৪২৩ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৯৩২ জন উত্তীর্ণ হয়েছে । জিপিএ ৫ পেয়েছে ৫৬ জন । এর মাঝে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ৩৭ জন। তাদের পাশের গড় হার দাড়িয়ছে ৮০ তে । অপরদিকে পিএসসিতে ৫৯৩৯ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে উর্ত্তীণ হয়েছে ২১৩৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৮৫জন। তাদের গড় পাশেরহার দাড়িয়েছে ৯৯.০৯তে। সবচেয়ে ভাল ফলাফল করেছে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়। এ প্রসঙ্গে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম জানান আগামীতে ও তারা ফলাফল আরো ভালো করার চেষ্টা করবেন । ছাত্র/ছাত্রীদের এরূপ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহমেদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হেমায়েতুল ফারুক ভুইয়া।


Shares