Main Menu

নাসিরনগরে ১৮ দলীয় ঐক্য জোটের অবরোধ কর্মসূচী পালিত

+100%-

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচীর ৭২ ঘন্টা অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার বেলা ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ১৮দলীয় ঐক্য জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। অবরোধকারীরা বিশাল লোকের সমন্বয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ ওমরাও খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান জেলা বিজেপির আহ্বায়ক সারা বাংলাদেশের সফল উপজেলা চেয়ারম্যান হিসেবে খ্যাত নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানূল হক মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  এডঃ কামরুজ্জামান মামুন,অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কুন্ডা ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মোঃ ওয়াজ উদ্দিন মেম্বার,উপজেলা বিজেপির সভাপতি কাজী আনোয়ার হোসেন সহ আরো অনেকেই। বক্তরা এক তর্ফা নির্বাচন বাতিল,১৮ দলীয় জোটের কারাবন্দী সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অপর দিকে বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, যগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড: আমিনূল ইসলাম মনির,জেলা ছাত্রদলে সহ সভাপতি মীর মোস্তফা জালাল সহ অপর গ্রুপও পৃথক ভাবে অবরোধ কর্মসূচীতে অংশ নেয়। জানা গেছে উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি কুন্ডা ইউনিয়ন যুবদলের দুইবারের নির্বাচিত সভাপতি ও ইউপি সদস্য মোঃ ওয়াজ উদ্দিনকে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কারের হুমকি দিলে পরে ওয়াজ উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল গ্রুপ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ আবু সারোয়ারকে  বিশাল সমাবেশের মাধ্যমে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতা মোঃ ওমরাও খান, এড: কামরুজ্জামান মামুন,ওয়াজ উদ্দিন সহ আরো অনেকেই জানান কমিটিতে থাকা বিএনপির কিছু সংখ্যক নেতার অনৈতিক কর্মকান্ডের কারণে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে বিদ্রোহী গ্রুপে যোগ দিচ্ছে। দিন দিন তাদের বিদ্রোহী গ্রুপটি বড় হয়ে উঠছে বলে দাবী তাদের।


Shares