Main Menu

দৈনিক দেশের পত্রের উদ্যোগে নাসিরনগরে গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা

+100%-

মোঃ আব্দুল হান্নান,প্রতিনিধি,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ বুধবার বেলা ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে দৈনিক দেশের পত্রের উদ্যোগে বর্তমান সংকট নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল লোকের সমাগমের মাধ্যমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিছু সংখ্যক ধর্ম বিভ্রান্তকারী, ধর্ম ব্যবসায়ী মোল্লাদের ধর্ম ব্যবসা ও বর্তমান বিকৃত ইসলামের কর্মকান্ত সম্পর্কিত প্রামাণ্য চিত্র আলোচনা সভা শেষে প্রদর্শন করা হয়। দৈনিক দেশের পত্রের ঢাকা অঞ্চলের ব্যুরো চিফ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের সফল উপজেলা চেয়ারম্যান হিসেবে চারটি স্বর্ণ ও এগারটি বিভিন্ন পদকে ভূষিত নাসিরনগর উপজেলা চেয়ারম্যান কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা মোঃ আহসানূল হক মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন,চাপরতলা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ সুরুজ আলী,দৈনিক দেশের পত্রের সাংবাদিক মোঃ রুহুল আমীন,স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশের পত্রের সিলেট অঞ্চলের ব্যুারো চিফ মোঃ নূরুল আফছার সোহাগ,বক্তারা বলেন আজ আমাদের সমাজে কিছু সংখ্যক লেবাজদারী আলেম ধর্মকে পূজি বা ব্যবসা হিসেবে ব্যবহার করে জীবিকার নির্বাহ করছে। তারা ধর্মানুরাগী সাধারণ মানুষের চোখে দুলা দিয়ে ধর্ম প্রাণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ সমস্ত লেবাজদারী আলেমদের কাছ থেকে দূরে থাকার জন্য সাধারণ ধর্ম প্রাণ মানুষদেরকে আহ্বান জানান। বক্তারা বলেন এতে করে ওই ধরণের আলেমরা শুধু মানুষ ও জাতিকে বিভ্রান্তি করছে না নিজেরাও বিভ্রান্ত হচ্ছে। ওই সমস্ত বিভ্রান্ত সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের রোখে দাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক দেশের পত্র ও দৈনিক নিউজের জেলা এজেন্ট মোঃ আসাদ উল্লাহ। আলোচনা সভা শেষে সন্ধায় এক আকর্ষনীয় ডকুমেন্টটারী আলোকচিত্র প্রদর্শন করা হয়।






Shares