Main Menu

নাসিরনগর বিএনপির বিদ্রোহী গ্রুপের বিশাল অবরোধ কর্মসূচীর প্রস্তুতি

+100%-

মোঃ আব্দুল হান্নান ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের মুক্তি, ঘোষনাকৃত তফছিল বাতিল, র্নিদলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে উপজেলা বিএনপির উপেক্ষিত ও প্রভাবশালী নেতা, সাবেক সভাপতি, পর পর তিনবার নির্বাচিত বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ও চার বারের নির্বাচিত কুন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ ওমরাও খাঁন এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডঃ কামরুজ্জামান মামুনের যৌথ উদ্দ্যোগে আগামী বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা সদরে এক বিশাল অবরোধ কর্মসূচী ও গণ সমাবেশের আয়োজন করা  হয়েছে। উক্ত অবরোধ কর্মসূচী ও গণ সমাবেশকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে চলছে ব্যাপক প্রস্ততি। এতদিন ঝিমিয়ে থাকা নেতাকর্মীরা পূনরায় দলের হাল ধরায় উপজেলা বিএনপি পেতে চলেছে হারানো প্রাণ। এই নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে চলছে মিটিং মিছিল সহ ব্যাপক প্রস্ততি। আগামী বৃহস্পতিবার উপজেলা সদরে বিপুল লোকের সম্বয়নে এই অবরোধ কর্মসূচী ও গণ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি, প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ ইকবাল চৌধূরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওমরাও খাঁন ও সাবেক সাধারণ সম্পাদক এডঃ কামরুজ্জামান মামুনের সাথে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তারা এ প্রতিনিধিকে জানান- এতদিন আমাদেরকে বিভিন্ন ভাবে কোনঠাশা করে রাখা হয়েছিল। তৃণমূলের নেতাকর্মীরা আমাদের ছাড়া ছিল অভিভাবকহীন। আমরা পূনরায় এই উদ্দ্যোগ নেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা ফিরিয়ে পেয়েছে তাদের হারানো প্রাণ। এমন অভিভাব ব্যক্ত করেছেন তৃণমূলের অনেক নেতাকর্মীরা। আগামী বৃহস্পতিবার অবরোধ ও গণ সমাবেশে বিপুল লোকের সমাগম হবে বলে ধারণা করছেন তারা। অপরদিকে বিএনপির সাধারণ সম্পাদক এম.এ.হান্নান ও আলাদা ভাবে অবরোধ কর্মসূচীর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বিএনপি ছাড়াও উক্ত অবরোধ কর্মসূচীতে পৃথক ভাবে অংশ নিবেন কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান, জেলা বিজেপির আহব্বায়ক, সারা বাংলাদেশে সফল উপজেলা চেয়ারম্যান হিসাবে চারটি স্বর্ণ পদক ও এগারটি বিভিন্ন পদকে ভুষিত নাসিরনগর উপজেলার সফল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানুল হক মাষ্টার। বিএনপি ও বিজেপির আগামী দিনের পৃথক পৃথক কর্মসূচীকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলা এখন সরগরম। তাদের সকলেরই এক দফা এক দাবী, ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তি, ঘোষনাকৃত তফছিল বাতিল, র্নিদলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি অবাদ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন।






Shares