Main Menu

নাসিরনগরে বিএনপি ও বিজেপির বিক্ষোভ মিছিল

+100%-
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জোট নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার  ও তত্বাবধায়ক সরকারে দাবীতে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপি ও বিজেপি পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। সকালে বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে ও বিকালে বিজেপির কেন্দ্রীয় ভাইজ চেয়ারম্যান জেলা বিজেপির আহ্বায়ক নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানূল হক মাষ্টারের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি স্থানীয় কার্যালয়ে  ও বিজেপি উপজেলা পরিষদের সামনে আলোচনা সভায় মিলিত হন। এক দফা এক দাবী হাসিনা তুই কবে   যাবি,এই মহুর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার মিছিলে মুখরিত হয়ে উঠে নাসিরনগর। এতে প্রধান অতিথি হিসেবে সফল উপজেলা চেয়ারম্যান কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানূল হক মাষ্টার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares