Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে আওয়ামীলীগের মনোয়নপত্র কিনলেন ৮ জন

+100%-

মোঃ আব্দুল হান্নানঃ দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ আসনে আওয়ামীলীগের এ পর্যন্ত ৮জন মনোয়ন পত্র কিনেছেন বলে জানা গেছে। এ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ ছায়েদুল হকের অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে মনোয়ন পত্র কেনার ধুম পড়েছে বলে জানা যাচ্ছে। এ পর্যন্ত আসন থেকে আওয়ামীলীগের ৮জন মনোয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। মনোনয় প্রত্যাশীরা বর্তমানে কেন্দ্রে লভিং গ্রোপিংয়ে ব্যস্ত রয়েছেন বলে শুনা যাচ্ছে। যারা এ আসনে আওয়ামীলীগের মনোয়ন ফরম কিনেছেন তাদের মাঝে রয়েছে বর্তমান সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণায়ল সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ ছায়েদুল হক। সাবেক রাষ্ট্রদুত ও ১৯৯১সালে নাসিরনগর আসনের আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ নিজামুর রহমানের চাচাত ভাই লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কুমিল্লা ভিটানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ এহছানূল হক। পূর্বভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিনের ছেলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি একে এম আলমগীর, কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি এম এম করিম, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক মোঃ নাজির মিয়া, প্রবীন আওয়ামীলীগ নেতা নাসিরনগরের সাবেক  উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা লেঃ অবঃ মোঃ গোলামনূর, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বি এম ফখরুল আলম শফিক, সাবেক সংসদ সদস্য সৈয়দ সাফি মাহমুদ। ৮ জনের মনোয়ন পত্রকে কেনাকে কেন্দ্র করে নাসিরনগর-১ আসনে আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় বইছে।


Shares