Main Menu

নাসিরনগরে বিজেপির হরতাল বিরোধী মিছিল সমাবেশ।

+100%-
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগরঃ ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘন্টা  হরতাল কর্মসুচীর অংশ হিসাবে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিজেপি এক হরতাল ও মিছিল সমাবেশ করেছে ।কেন্দ্রীয় বিজেপির ভাইসচেয়ারম্যান ,জেলা বিজেপির আহবায়ক নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোঃ আহসানুল হকের নেতৃত্বে এক মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদহ্মিণ শেষে স্থানীয় কলেজ মোড়ে আলোচনা সভায় মিলিত হন । হরতাল চলাকালে কোনরুপ অপ্রীতিকর  ঘটনা ঘটেনি । ওই সময়ে রাস্তাঘাটে যান বাহন চলাচল বন্ধ ছিল ।চলাচল করেনি কোন দুরপাল্লার বাস । স্থানীয় টেম্পু ,সি এন জি অটোটেম্পু চলাচল ও বন্ধ ছিল ।অফিস আদালত খোলা থাকলে ও কাজ কর্মে ছিল স্হবিরতা । অপরদিকে বিজেপির পাশাপাশি বিএনপি ও পৃথকভাবে অংশ নেয় হরতাল মিছিলে


Shares