Main Menu

নাসিরনগরে বিশাল যুব সমাবেশ

+100%-


মোঃ আব্দুল হান্নান : বর্তমান আওয়ামীলীগ, জুলুমবাজ, সরকারের দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন এবং আগামী নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ ভাবে করার লক্ষে নাসিরনগরের জনগনকে উদ্বোদ্ভ করতে এবং এই জুলুমবাজ সরকারের নির্যাতন নিপিড়ন থেকে পরিত্রানের উপায় খূজতে উপজেলা যুবদরের ডাকে ২০ অক্টোবর রোজ রবিবার সকাল দশ ঘটিকায় ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় শহিদ মিনার প্রঙ্গনে দেশ বাচাও, মানুষ বাচাও, শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর উপজেরা যুবদলের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্টিত হতে যাচ্ছে । এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নাসিরনগর উপজেলা বি এন পি’র সভাপতি ও কেন্দ্রীয়  বি এন পি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি এস এ কে একরামুজ্জামান (সুখন)। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন । উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ আবু সারোয়ারের সভাপতিত্বে অনুষ্টিত  আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে নাসিরনগর উপজেলা বি এন পির সাধারন সম্পাদক ও গোর্কন ইউ পি চেযারম্যান  এম এ হান্নান, সাংগঠনিক সম্পাদক ও সাবেকচেযারম্যান মোঃ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এডঃ আমিনুল ইসলাম (মনির)
ছাত্রদল সভাপতি এম নাসির উদ্দিন, সাধারন সম্পাদক এম এম এ মইন, কৃষকদল সভাপতি হাজী সোনামিয়া, সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম( শিরু)।মহিলাদলনেত্রী হাসনা হেনা, তাজমহল, গোলবাহারবেগম প্রমুখ ।


Shares